About​ Us

আমাদের পরিচয়

সাধ্যের ভেতর দেশের বাইরে লেখাপড়া ও স্যাটেল করার স্বপ্ন পূরনের প্রচেষ্টায় আপনার সাথে “মাই ড্রিম ক্যাম্পাস”

মাই ড্রিম ক্যাম্পাস

মাই ড্রিম ক্যাম্পাস শুধু একটি কনসালটেন্সি এজেন্সি নয়, আমরা এমন কিছু মানুষ যারা নিজেরা নানান সময় স্টুডেন্ট বা ওয়ার্কার হিসেবে দেশের বাইরে যাবার চেষ্টা করে দেশের বিভিন্ন এজেন্সি থেকে অনেক রকম সুবিধা অসুবিধা ভোগ করে নিজেরাই সিধান্ত নিয়েছি একটি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি তৈরি করার। যারা কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি বা অর্গানাইজেশনের সাথে কন্ট্রাক্টে থাকবে না বরং ক্লায়ণ্টের যাতে ভালো হয় সেই ব্যবস্থা সব সময় প্রথমে দেখবে।

আমাদের পথচলা

এখন পর্যন্ত আমরা সফলভাবে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশের নানান দেশে স্টুডেন্ট এবং ওয়ার্কার পাঠিয়েছি। বিগত সময়ে এবং বর্তমানে আমরা যেসব দেশ নিয়ে কাজ করছি, সব যায়গায় চেষ্টা করেছি সাধারণ মানুষের সাধ্যের ভেতর স্বপ্ন পূরণ করতে।

এক নজরে

আমাদের যা কিছু প্রাপ্তি সবকিছু আপনাদের মাধ্যমেই আপনাদের কারনেই

স্টুডেন্ট প্রসেস দেশ সংখ্যা
ব্রাঞ্চ সংখ্যা
+
স্টুডেন্ট ফাইল প্রসেস
মাই ড্রিম ক্যাম্পাস

আপনার আস্থা আমাদের পথচলার শক্তি