২০২৫ সালের বর্তমান পরিস্থিতিতে যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই লেখাতই পড়ে দেখার অনুরোধ রইলো। শুধুমাত্র এজেন্সিদের দেখানো বিজ্ঞাপনে বিভ্রান্ত না হয়ে নিজের বাজেট এবং পড়ালেখার ধরন অনুযায়ী মালয়েশিয়ার কোন কোন এলাকায় আপনি আসতে পারেন এবং কোন এলাকার ইউনিভার্সিটিগুলয় এপ্লাই করলে আপনি সহজে ভিসা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ব্লগে।
সাম্প্রতিক ভিসা নীতিমালা, ইউনিভার্সিটি র্যাংক এবং রিকগনিশন, লোকেশন ভিত্তিক সুযোগ- সুবিধা এবং বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ করে নিচের তালিকাটি তৈরি করা হয়েছে। তারপরও এ ব্যাপারে আরও বেশি তথ্যের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ রইলো।
প্রথমে জেনে নেই এলাকা ভেদে ভিসা হবার সম্ভবনা কম বেশি হবার কারণ কি?
কেন মালয়েশিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জনপ্রিয়?
মালয়েশিয়া এখন বাংলাদেশি স্টুডেন্টদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। এর প্রধান কারণ হলো
- কম খরচে ভালো মানের শিক্ষা,
- আন্তর্জাতিক মানের ডিগ্রি,
- ফ্রেন্ডলি পরিবেশ এবং
- সহজে ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে আবার ব্যবস্থা
- সহজ স্টুডেন্ট ভিসা প্রসেস
- ব্যাংক ব্যালেন্স সংক্রান্ত জটিলতা কম
কেন এলাকা ভেদে বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা সম্ভাবনা ভিন্ন হয়?
- ইউনিভার্সিটি বা ইন্সটিটিউটের রেপুটেশন ও র্যাংকিং
- এরিয়া ভিত্তিক স্টুডেন্ট রেকর্ড ( কোন এলাকায় পূর্বে বাংলাদেশি স্টুডেন্ট এসে পড়ালেখা করেছে আর কোথায় পড়ালেখা ছেড়ে অন্য কোনো জব করতে যাবার কারনে আইন্স্রিঙ্খলা বাহিনীর কাছে ধরা পরেছে)
- অতীতের ভিসা জালিয়াতির কারনে কোন এলাকায় বাংলাদেশী আবেদনকারীদের উপর বাড়তি নজর দেয়া রয়েছে।
- স্টুডেন্টদের পূর্ববর্তী লেখাপড়া, স্টাডিগ্যাপ এবং মালয়শিয়ায় নির্বাচন করা ইউনিভার্সিটি বা ইন্সটিটিউটের সামঞ্জস্য।
এই সবগুলো কারণ বিবেচনা করে আমাদের অভিজ্ঞটিম যে তালিকা তৈরি করেছে সেটি আপনাদের সাথে শেয়ারে করা হলোঃ
বর্তমানে যেসব এলাকায় বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা হবার সম্ভাবনা বেশিঃ
১. সাইবারজায়া
কেন এই জায়গাটি বেছে নেবেন?
মালয়েশিয়ার টেকনোলজি শহর হিসেবে প্রসিদ্ধ। শান্তিপূর্ণ পরিবেশ, থাকা-খাওয়ার করছ তুলনামূলক ভাবে কম। ওয়ার্ল্ড র্যাংকিং এ উপরের দিকে থাকা ইউনিভার্সিটি। ভিসা হবার উন্নত ইউনিভার্সিটি সম্ভবনা বেশি।
কোন কোন ইউনিভার্সিটি আছে?
- Multimedia University (MMU)
- University of Malaya
- University of Cyberjaya
- Limkokwing University of Creative Technology
- The Islamic University of Malaysia (UIM)
কী কী কোর্স এই এলাকার ইউনিভার্সিটিগুলোয় জনপ্রিয়?
- আইটি, মিডিয়া, বিজনেস, সাইকোলজি, মেডিসিন, ফ্যাশন (ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স, পিএইচডি)
বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা (প্রায়): ৩৫০০+
টিপস: আবাসনের জন্য Cyberjaya Square বা Shaftsbury সবচেয়ে জনপ্রিয়।
২. কুয়ালালামপুর
কেন এই জায়গাটি বেছে নেবেন?
রাজধানী শহর, প্রচুর ইউনিভার্সিটি ও জব অপশন রয়েছে, আধুনিক জীবনযাত্রা, যাতায়াত খরচ কম।
কোন কোন ইউনিভার্সিটি আছে?
- University of Malaya
- Asia Pacific University (APU)
- The National University of Malaysia
- University of Malaysia Terengganu
- Sultan Zainal Abidin University
- University of Technology Malaysia
- Northern University of Malaysia
- INTI International University
- SEGi University
- UCSI University
কী কী কোর্স এই এলাকার ইউনিভার্সিটিগুলোয় জনপ্রিয়?
- বিজনেস, আইটি, ল’, সাইকোলজি, ডেটা সায়েন্স (ডিপ্লোমা থেকে মাস্টার্স)
বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা (প্রায়): ২০০০+
টিপস: Jalan Ampang, Setapak কুয়ালালামপুরের এই এলাকাগুলো থাকার জন্য বেশ ভালো ও নিরাপদ। তবে সবাই এই এলাকায় আসতে চায় বলে ভিসা পাবার সম্ভবনা অনেক সময় কমে যায়।
৩. শাহ আলাম
কেন এই জায়গাটি বেছে নেবেন?
শান্ত এলাকা, কম খরচে মানসম্মত শিক্ষা, সরকারি ও বেসরকারি ভালো ইউনিভার্সিটি।
কোন কোন ইউনিভার্সিটি আছে?
- University of Selangor
- Management and Science University (MSU)
- MARA University of Technology
- Al-Madinah International University
- University of Wollongong Malaysia
কী কী কোর্স এই এলাকার ইউনিভার্সিটিগুলোয় জনপ্রিয়?
- ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিজনেস, আর্কিটেকচার (অনার্স, মাস্টার্স, পিএইচডি)
বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা (প্রায়): ১২০০+
টিপস: ইউনিভার্সিটি হোস্টেল সহজলভ্য এবং খরচ কম।
৪. নিলাই
কেন এই জায়গাটি বেছে নেবেন?
KLIA (এয়ারপোর্ট)-এর কাছাকাছি, মিড-রেঞ্জ ইউনিভার্সিটি রয়েছে বেশ কিছু, থাকার জন্য নিরাপদ ।
কোন কোন ইউনিভার্সিটি আছে?
- Nilai University
- INTI International University
কী কী কোর্স এই এলাকার ইউনিভার্সিটিগুলোয় জনপ্রিয়?
- নার্সিং, বিজনেস, ডিজাইন, এভিয়েশন (ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স)
বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা (প্রায়): ৮০০+
ছোট টিপস: ইউনিভার্সিটির পাশেই অনেক প্রাইভেট হোস্টেল ও বাসা পাওয়া যায়।
৫. জোহর বারু
কেন এই জায়গাটি বেছে নেবেন?
সিঙ্গাপুর সীমান্তের কাছাকাছি, নতুন ইউনিভার্সিটি ও শান্ত পরিবেশ, ডিজাইন/বিজনেস বিষয়ে পড়ার জন্য ভালো জায়গা।
কোন কোন ইউনিভার্সিটি আছে?
- University of Reading Malaysia
- Raffles University
- Universiti Teknologi Malaysia (UTM)
কী কী কোর্স এই এলাকার ইউনিভার্সিটিগুলোয় জনপ্রিয়?
- ডিজাইন, রিয়েল এস্টেট, সায়েন্স, কম্পিউটার, বিজনেস (অনার্স থেকে পিএইচডি)
বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা (প্রায়): ৫০০+
টিপস: যারা শান্ত, নিরিবিলি জায়গায় পড়তে চায় তাদের জন্য উপযুক্ত।
এক নজরে এলাকা ভিত্তিক সুবিধা সমূহঃ
| এলাকা | বেস্ট কোর্স | প্রধান সুবিধা |
|---|---|---|
| সাইবারজায়া | টেক, মিডিয়া | সহজ ভিসা, টেক শহর |
| কুয়ালালামপুর | বিজনেস, আইটি | বেশি ইউনিভার্সিটি, রাজধানীর সুবিধা |
| শাহ আলাম | মেডিকেল, ইঞ্জিনিয়ারিং | কম খরচে মানসম্মত শিক্ষা |
| নিলাই | নার্সিং, এভিয়েশন | নিরাপদ ও সাশ্রয়ী |
| জোহর বারু | ডিজাইন, বিজনেস | শান্ত পরিবেশ, নতুন ইউনিভার্সিটি |
কোন এলাকাগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখন কিছুটা রিস্কি?
কিছু ইউনিভার্সিটি EMGS-এর নজরদারিতে রয়েছে। সেগুলোতে আবেদন করে অফার লেটার পেলেও পরবর্তিতে ভিসা পেতে সমস্যা হতে পারে। যে কোনো এলাকার একেবারে কম খরচের ডিপ্লোমা বা কোর্স এগুলোর ভেতপ্র অন্যতম। তবে কিছু এলাকা রয়েছে যেখানে আবেদন করলে এই সম্ভবনা আরও বেড়ে যায়।
- সাবাহ (Sabah)
- সারাওয়াক (Sarawak)
এসব অঞ্চলে অতীতে ভিসা জালিয়াতির ঘটনা বেশি ঘটেছে।
ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ানোর টিপস
- নির্ভরযোগ্য ইউনিভার্সিটি নির্বাচন করুন, প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন যেমনটা আমরা দিয়ে থাকি:
- EMGS ওয়েবসাইট থেকে আমাদের বলা ভার্সিটি ব্যাপারে চেক করে নিন।
- লোকেশন বিবেচনা করুন, আপনার বাজেটের উপর, এ কাজেও আমরা সম্পূর্ণ সহায়তা করে থাকি:
- সাইবারযায়া, কুয়ালালামপুর, সেলাঙ্গর এলাকায় আবেদন করুন।
- সম্পূর্ণ ও সত্য তথ্য দিন, নিজে আবেদন করুন বা আমাদের মাধ্যমে অবশ্যই সত্য তথ্য প্রদান করবেন।
- ভুল বা মিথ্যা তথ্য দিলে ভিসা বাতিল হতে পারে।
- ভালো এজেন্সি বেছে নিন, MY DREAM CAMPUS এবং এর মতো ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্সি আরও যারা রয়েছে তাদের বেছে নিতে পারেন।
- অভিজ্ঞ ও রেজিস্টার্ড এজেন্সির মাধ্যমে আবেদন করুন।
আমরা কিভাবে আপনার সাহায্য করতে পারি?
মাই ড্রিম ক্যাম্পাস মূলত একটি ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্সি এজেন্সি। আমরা কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির সাথে চুক্তিবদ্ধ নই যেন আপনার পছন্দের ইউনিভার্সিটি যেটিই হোক না কেন সে ভার্সিটি প্রসেসিং এ আপনাকে সাহায্য করতে পারি। আমাদের মাধ্যমে বিগত ৪ বছরে মালয়শিয়া, কানাডা, অস্ট্রেলিয়া এবং আমেরিকা সহ ইউরোপের বেশ কিছু দেশে স্টুডেন্টরা গিয়েছেন। আমরাদের মূল উদ্দেশ্য আপনার সাথে বাজেট নিয়ে খোলামেলা আলোচনা করা, আপনার পছন্দ থাকলে সে অনুযায়ী ইউনিভার্সিটির সুবিধা অসুবিধা আলোচনা করা এবং তারপর A টু Z ফুল প্রসেসিং এ সহায়তা করা।
সম্পূর্ন স্বচ্ছতার জন্য সব ধরনের ব্যাংক লেনদেন আপনার হাতেই থাকবে, এ ব্যাপারে আমরা আপনাকে প্রসেস বলে দিলে আপনি নিজেই সেগুলো পেমেন্ট করবেন।
আর আমাদের সার্ভিস চার্জ? কাজ ভেদে যদিও সেটা কম বেশি হয়, এবং আমরা কোনো ইউনিভার্সিটির কমিশনড এজেন্ট নই, তারপরও সেটা আপনার সাধ্যের ভেতরে এবং অন্য এজেন্সিদের তুলনায় বেশি হবে না এটা নিশ্চিত থাকতে পারেন।
যোগাযোগঃ
আমাদের প্রথম কনসালটেন্সি (২০ মিনিটের) সম্পূর্ন ফ্রি। অনলাইনে ঘরে বসেই সেই আলোচনা করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগের জন্য WhatsApp এ সরাসরি নক করুন https://wa.me/+60136743166 নম্বরে, অথবা ফোন করুন বা হোয়াটসাপ করুন + ০১৯৫৪ ৯২০৬৩৫ নম্বরে । আমাদের ফেসবুক পেজেও আপনি নক করতে। বিস্তারিত তথ্যতের জন্য আমাদের ওয়েবসাইট https://mydreamcampus.net/ এ ভিজিট করুন।



